29 C
আবহাওয়া
১১:২৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত: বাইডেন

গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত: বাইডেন

গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত: বাইডেন

বিএনএ,বিশ্ব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত। মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালাছি।

সোমবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে বাইডেন এমন সময় এই বিবৃতি দিলেন যখন ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকা রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। সেখানকার মসজিদ, আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল সবখানেই তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রয়েছে। সেখানে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

বিএনএনিউজ/আরএস

 

Loading


শিরোনাম বিএনএ