21 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ডাটাকে পানির দামে আনতে হবে-বিটিআরসি চেয়ারম্যান

ডাটাকে পানির দামে আনতে হবে-বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের দাম

ঢাকা: ডিজিটাল সেবা উদ্যোক্তারা সম্প্রতি ইন্টারনেটের দাম কমানো, মেয়াদ বাড়ানো এবং টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নের দাবি জানিয়েছেন।

সোমবার(২৯ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে উদ্যোক্তারা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তা ও টেলিযোগাযোগ আইনের সংশোধনের দাবিও তুলে ধরেন।

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল হক ইন্টারনেটকে আরও সহজলভ্য করতে ডাটার মূল্য কমানোর পক্ষে মত দেন। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দায় চৌধুরী ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ও সাইবার সুরক্ষায় আরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান। বৈঠকে বিভিন্ন খাতের প্রায় ৩০টি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল হক বলেন, ইন্টারনেট বাতাসের মতো ফ্রি হওয়া উচিত। ডাটাকে পানির দামে আনতে হবে।

বিডিজবস ডটকম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাশরুর বলেন, ব্রডব্যান্ডের মতো আনলিমিটেড মাসিক মোবাইল ডাটা মূল্য সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে আনা উচিত।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার (সিওও) সাব্বির হোসেন বলেন, ইউএসডি ব্যবহারে এসএমএস খরচ কমানো দরকার।

দারাজ বাংলাদেশের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস বলেন, ডিজিটাল সেবাই ভবিষ্যৎ। অ্যাপে আইপিফোন ব্যবহারের বিষয়টি সহজতর করা দরকার।

পাঠাও সিইও ফাহিম আহমেদ বলেন, বিগত সরকারের সময়ে ইন্টারনেট বন্ধ হওয়ার পাশাশি ১৫ দিন বাংলাদেশে ফেসবুক বন্ধ ছিল। সেই সময় সাড়ে ৭০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, যদি শতকরা ১০ ভাগ ইন্টারনেট ব্যবহার বাড়ে তাহলে তা জিডিপিতে ১.৮ শতাংশ ভূমিকা রাখে।

 

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ