24 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » মির্জা আব্বাসসহ বিএনপির ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা

মির্জা আব্বাসসহ বিএনপির ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা


বিএনএ, ঢাকা: বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশকে হত্যা করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও  অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে  মির্জা আব্বাসসহ ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।রোববার (২৯ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানায় এ মামলা করেন  এসআই মোস্তাফিজুর রহমান।

মামলায়  আসামি করা হয়েছে মির্জা আব্বাসসহ ৫৭ জনকে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৭০০/৮০০ জনকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, মহাসমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বেআইনিভাবে সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দেয় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে। হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের সরকারি কাজে বাধা দেয়। এ সময় তারা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।

এর আগে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ  সদস্য নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়াছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন।

বিএনএ নিউজ/ ওজি /এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ