26 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে সড়কে দুই মৃত্যু

রাজধানীতে সড়কে দুই মৃত্যু


বিএনএ, ঢাকা:  রাজধানীতে পৃথক স্হানে সড়ক দূঘটনায় দুই জন নিহত হয়েছেন । মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল দুর্ঘটনায় সিফাত মোর্শেদ (২৮) নামে এক যুবক নিহত ও আহত হয়েছেন তার বন্ধু তানভীর সিদ্দিকী (২৮)। ধোলাই পাড় এলাকায় ট্রাকের ধাক্কায় মো.সুবাহান (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।শনিবার(২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।

আহতাবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সিফাতকে রাতের দিকে মৃত ঘোষণা করেন।সিফাত কুষ্টিয়া জেলার জাহিদ মোর্শেদের ছেলে। তিনি গেন্ডারিয়ার দীন নাথ সেন রোডে ভাড়া থাতেন।বিদেশ যাওয়ার চেষ্টায় ছিলেন সিফাত।

তার আরেক বন্ধু আরমান হোসেন হৃদয় জানান, দুই মোটরসাইকেলে চারজন বন্ধু ধোলাইপাড় দিয়ে ফ্লাইওভারে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসা পথে।এক মোটরসাইকেল সিফাত চালাচ্ছিলেন। তার পেছনে বসা ছিলেন তানভীর। কিছু দূর গিয়ে সিফাতের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে দুজনে ছিটকে পড়েন। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে সিফাত মারা যান।

নিহতের মামা আশিকুর রহমান বলেন, সন্ধ্যায় নিজের মোটরসাইকেল নিয়ে বের হয় সিফাত। রাতে জানতে পারি সিফাত দুর্ঘটনায় আহত হয়েছে। তবে হাসপাতালে এসে সিফাতের মরদেহ পাই। অপরদিকে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ধোলাই পাড় এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় সুবাহান গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

নিহতের ভাই ইমরান জানান, আমার ভাই সিটি টোলে কাজ করতেন । রাতে তিনি ধোলাই পাড় এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আহত হন পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পুর্ব জুরাইন এলাকায় পরিবার নিয়ে থাকতেন।ঢামেক হাসপাতাল

পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তানভীর হাতে ও কোমরে আঘাত পেয়েছেন। তার চিকিৎসা চলছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ