27 C
আবহাওয়া
৪:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » ক্ষমতায় গেলে দেশশুদ্ধ গিলে খাবে, বিএনপি থেকে সাবধান: ওবায়দুল কাদের

ক্ষমতায় গেলে দেশশুদ্ধ গিলে খাবে, বিএনপি থেকে সাবধান: ওবায়দুল কাদের

রং-বেরঙের নাটক চলছে রংপুরে: ওবায়দুল কাদের

বিএনএ ডেস্ক: বিএনপি ক্ষমতায় থাকতে দেশের অর্থনীতি গিলে খেয়েছে, রিজার্ভ গিলে খেয়েছে, স্বাধীনতার আদর্শ ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে খেয়েছে। এবার ক্ষমতায় যেতে পারলে দেশ শুদ্ধ গিলে খেয়ে ফেলবে। বিএনপি থেকে সাবধান। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপির সময় রিজার্ভ ৪ বিলিয়ন ডলারও ছিল না। বাংলাদেশ ব্যাংকে সে রেকর্ড আছে। আর শেখ হাসিনার সরকার সেই রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে নিয়ে গেছেন। বৈশ্বিক সংকট ও মন্দার কারণে এখন রিজার্ভ ৩৬ বিলিয়নে নেমেছে। তবুও ৪ বিলিয়ন হয়নি।

তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। এখানে আমাদের কোনো দোষ নেই। আমরা তো নিষিদ্ধ করিনি। তত্ত্বাবধায়ক সরকারকে উচ্চ আদালত মিউজিয়ামে পাঠিয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আপনারা বলছেন নির্বাচনে যাবেন না? ঠিকই যাবেন। তবে কাদা-পানি ঘোলা করে।

রংপুরের সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রংপুরে রং-বেরঙের নাটক চলছে। তিনদিন আগে থেকে লোকজন নিয়ে গিয়ে স্টেজে শুয়ে আছেন, মাঠে শুয়ে আছেন, রাস্তায় শুয়ে আছেন। আর টাকার বস্তার ওপর শুয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের নামে টাকা আসছে, আর তারা টাকার ওপর শুয়ে আছেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে নেতা কর্মীদের উপস্থিতি
ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে নেতা কর্মীদের উপস্থিতি

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সম্মেলনে কয়েকজন লোক হয়েছে তা আমরা দেখেছি। আজকে শুধু ঢাকা জেলা আওয়ামী লীগের এ সন্মেলনে কত লোকজন হয়েছে তা আপনারা দেখে যান। এখানে আমাদের নেত্রী নেই। তারপরও কত লোক হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার চেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। গত ৪৭ বছরে দেশের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নামও শেখ হাসিনা।

সম্মেলনে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে বেনজীর আহমেদকে সভাপতি এবং পনিরুজ্জামান তরুণকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সন্মেলন উদ্ধোধন করেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ