15 C
আবহাওয়া
১০:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » রংপুরে বিএনপির সমাবেশ শুরু, কেন্দ্রীয় নেতারা মঞ্চে

রংপুরে বিএনপির সমাবেশ শুরু, কেন্দ্রীয় নেতারা মঞ্চে

রংপুরে বিএনপির সমাবেশ শুরু

বিএনএ ডেস্ক: রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। বেলা ১২ টার দিকে নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ শুরু হয়।

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে। দুপুরের পর বিএনপির কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উঠেন।

দুপুর ২টার দিকে মঞ্চে উঠেন সমাবেশের প্রধান অতিথি ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর। এ ছাড়া বিএনপি নেতা এ জেড জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুসহ কেন্দ্রীয়, রংপুর বিভাগীয়, জেলা ও রংপুর মহানগরীর নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

সমাবেশ ঘিরে রংপুর নগরীতে যান চলাচল প্রায় বন্ধ। সামান্য সংখ্যক অটোরিকশা চললেও সেগুলোতেও রয়েছেন বিএনপি কর্মীরা।

রংপুরে বিএনপির সমাবেশ শুরু
রংপুরে বিএনপির সমাবেশ শুরু

এদিকে নগরীজুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর প্রতিটি প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে পুলিশ।

রংপুর নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু বলেন, রংপুরে আসা নেতাকর্মীদের গতকাল রাতে আইনশৃঙ্খলা বাহিনী হয়রানি করেছে। কোনো বাধাই নেতাকর্মীদের আটকাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির শীর্ষ নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার পাশাপাশি, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, মিথ্যা মামলা হামলা বন্ধ করা, দ্রব্যমূল্য কমানোর জোর দাবি জানানো হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ