25 C
আবহাওয়া
৫:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আজ ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন

আজ ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন


বিএনএ,ঢাকাঃ ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার (২৯ অক্টোবর)। রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে জেলা সম্মেলন। এ জন্য সব প্রস্তুতিও সম্পন্ন করেছে দলটি।

সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। উপজেলাগুলোতে বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে এই সম্মেলন ঘিরে। সবশেষ প্রস্তুতি দেখতে শুক্রবার সমাবেশস্থলে যান ঢাকা জেলার নেতারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনসমাগম কাকে বলে আজ থেকে বুঝবে বিএনপি। নিজের বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ