27 C
আবহাওয়া
১০:৪৪ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে সম্প্রীতি উৎসব

চট্টগ্রামে সম্প্রীতি উৎসব


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সম্প্রীতি উৎসবে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল, বাংলাদেশ হবে সব ধরনের বৈষম্যমুক্ত, অন্যায়, অবিচার, শোষণমুক্ত এবং অসামপ্রদায়িক সামাজিক ন্যায় বিচারভিত্তিক দেশ।
১৯৭১ সালে এই দেশ আমাদের তরুণদের রক্তে সিক্ত হয়েই জন্ম নিয়েছিল এবং সেই চেতনার সঙ্গে কোনো আপস নেই। অনেক কারণেই তরুণরা আমাদের দেশের জন্য এক অসীম শক্তি। সেই শক্তি দেশের উন্নয়নের জন্য, সঠিক পথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য।  শুক্রবার(২৯ অক্টোবর) বিকেল চারটায় নগরীর খাস্তগীর স্কুলের সামনে অনুষ্ঠিত হয়েছে ওপেন এয়ার কনসার্ট। জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে আয়োজিত কনসার্টে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, মানবাধিকার কর্মী এডভোকেট রানা দাশগুপ্ত এবং নগরীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।
‘উচ্ছ্বাসে আনন্দে সমপ্রীতিতে জামালখান’ স্লোগানে  এই কনসার্টের আয়োজন। এ কনসার্টের শিরোনাম দেয়া হয়েছে ‘সমপ্রীতি উৎসব’। অনুষ্ঠানের শুরুটা হয় একটু ভিন্ন আঙ্গিকে। কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের পর চার ধর্মের চারজন প্রতিনিধি শান্তির প্রতীক কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। কনসার্টে গান পরিবেশন করে দ্য ডিজায়ার, তিরন্দাজ, সাসটেইন এবং ইলেকট্রিকেল ফোর্স ব্যান্ড।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ