24 C
আবহাওয়া
১০:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আপডেট: দেশে আরও ৭ মৃত্যু

করোনা আপডেট: দেশে আরও ৭ মৃত্যু


বিএনএ, ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও সাতজন মারা গেছে। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ৭ জন। এর মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ১ রাজশাহীতে ১, খুলনায় ১ ও বরিশালে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৪ জনে।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০৫ জন। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্ত  রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে।

শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও  বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের ৮৩৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৮১১ জনের। নমুনা সংগ্রহ হয় ১৭ হাজার ৬০৫টি। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ১৯ হাজার ৪০৪ টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/ ওজি,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ