27 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৩১ অক্টোবর

নোবিপ্রবিতে টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৩১ অক্টোবর

নোবিপ্রবি

বিএনএ, নোবিপ্রবি (নোয়াখালী) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ৩১অক্টোবর থেকে ০৯ নভেম্বর ২০২১ পর্যন্ত কোভিড-১৯ টিকা প্রদানের ক্যাম্পেইন চলবে। নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম ৩১ অক্টোবর সকাল ১১টায় নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কোভিড-১৯ সনাক্তকরণ কেন্দ্রের তত্ত্বাবধানে নোবিপ্রবি শিক্ষার্থীদের মাঝে সিনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজের কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী কোভিড-১৯ এর টিকা গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপস এ রেজিস্ট্রেশন করেছে কিন্তু এখনো এসএমএস পায়নি বা টিকা গ্রহণ করেনি তাদেরকে এবং যারা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালকে কেন্দ্র নির্বাচন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে শুধুমাত্র সেসকল শিক্ষার্থীদেরকে টিকার ১ম ডোজ প্রদান করা হবে। টিকার ২য় ডোজ প্রদানের তারিখ পরবর্তীতে জানানো হবে।

বিএনএনিউজ/শাফি/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ