26 C
আবহাওয়া
৫:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইল সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইল সড়ক দুর্ঘটনায় নিহত ১


বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রকি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।  এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। আহতদের উদ্ধার করে টাংগাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮অক্টোবর) বিকেলে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার অলোয়া তারিনী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রকি টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকার বায়েজিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায় রকি এবং তার বন্ধু সোলায়মান মোটর সাইকেলযোগে টাঙ্গাইল থেকে নাগরপুরের দিকে যাচ্ছিলো। তাদের মোটর সাইকেলটি অলোয়া তারিনী বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রকির মৃত্যু হয়। পরে স্থানীয়রা উভয় মোটর সাইকেলের তিন জনকে আহতবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মোঃ নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন-দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/রহমান/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ