বিএনএ,চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পিকআপের ধাক্কায় মোহাম্মদ সামিউল(৮) নামে এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার(২৮ অক্টোবর) দুপুরে স্টিলমিল বাস স্টেশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে একটি পিকআপ সামিউলকে ধাক্কা দেয়।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, দুপুরে শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সামিউল পতেঙ্গা থানার ওয়াহাব কলোনির মোহাম্মদ সাদেকের ছেলে।
বিএনএ/ওজি