25 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মুরগির খামার থেকে মো. দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে বলে জানায় স্থানীয়রা । উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খণ্ডলিয়াপাড়ার থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। এ সময় দেলোয়ার হোসেন একটি ছুরি হাতে ধরে থাকা অবস্থায় ছিলেন।

জানা গেছে, মো. দেলোয়ার হোসেন ওই ইউনিয়নের খণ্ডলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। মুরগির ফার্মটি স্থানীয় মো. আজিম নামে এক ব্যক্তির।পুলিশ জানায়, ভোরে মুরগির খামারের চারপাশে চুরি ঠেকাতে দেওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের কাছে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তারা বিষয়টি থানায় জানালে পুলিশকে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক উত্তম কুমার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ