20 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম কলেজে ৫ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম কলেজে ৫ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম কলেজে ৫ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বিএনএ,চট্টগ্রাম: ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধসহ পাঁচ দাবিতে চট্টগ্রাম কলেজে অবস্থান কর্মসূচি, মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছেন কয়েকশ শিক্ষার্থী। রোববার (২৯ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কলেজ ক্যাম্পাস ও পাশের সড়কে এসব কর্মসূচি পালন শেষে অধ্যক্ষকে একই দাবিতে স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান শেষে ক্যাম্পাসে মিছিল করেন তাঁরা। মিছিলটি কলেজ রোড হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি, চলবে না, চলবে না’, ‘স্বৈরাচারের আস্তানা, জ্বালিয়ে দাও-পুঁড়িয়ে দাও,’ ‘তুমি কে, আমি কে, ছাত্র-ছাত্র’, ‘ওয়াসিমের বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’ স্লোগান দেন।

শিক্ষার্থীদের পাঁচ দাবি হলো- ১. কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়ালি ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করা,২.শহীদ ওয়াসিমের নামে কলেজের কোনো বিশেষ স্থাপনার নামকরণ এবং পরিবারের পুনর্বাসনে কলেজ প্রশাসনের ভূমিকা রাখা,৩. দ্রুত হল সংস্কার কার্যক্রম সম্পন্ন করা, ৪.যারা পতিত স্বৈরাচারের অপকর্মের সঙ্গে জড়িত এবং জুলাই বিপ্লবে নির্যাতনকারী হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা এবং শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ৫. নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্ত, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার কলেজ প্রশাসন কর্তৃক বহন করা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজ শাখার সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদ বলেন, শহীদদের ত্যাগ আমাদের অঙ্গীকারে শক্তি জোগায় এবং তাদের আদর্শ আমাদের পথপ্রদর্শক। শহীদদের আত্মত্যাগের কারণে আমরা আজ একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশে বাঁচতে পারছি। তাদের স্মৃতি আমাদের সংগ্রামের অনুপ্রেরণা। শহীদদের রক্তভেজা এই বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকার সুনিশ্চিত হবে, কোনো বৈষম্য থাকবে না।

তিনি আরও বলেন, ‘আমরা একটি নিরাপদ, নিরপেক্ষ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য সংগ্রাম করে যাচ্ছি, যেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে এবং শিক্ষার মানোন্নয়ন হবে-এটাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা সম্মিলিতভাবে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করেছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের কার্যক্রম আমাদের অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে ফেলছে, যা আমরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করি। আর ক্যাম্পাসে বারবার ছাত্ররাজনীতি চালু করার চেষ্টা সাধারণ শিক্ষার্থীদের প্রতি অবিচার। আমরা, চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা, ছাত্ররাজনীতির নোংরা বাস্তবতার বিষাক্ত ছোবল বারবার প্রত্যক্ষ করেছি। এই বিষাক্ত রাজনীতির কারণে আমাদের অনেক সহপাঠী তাদের জীবনের মূল্যবান সময় হারিয়েছে, কেউ হারিয়েছে তার স্বপ্নের ক্যাম্পাসকে, কেউ হারিয়েছে জীবন পর্যন্ত। আমাদের বুক এখনো ব্যথায় ফেটে যায়, যখন স্মরণ করি ছাত্রলীগের বর্বর আক্রমণের সেই ভয়াল দিনগুলো। সেই নির্মম আঘাতের দগদগে ক্ষত এখনো শুকায়নি। এমন কিছু আবারও ফিরে আসুক-আমরা চাই না।’

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ