19 C
আবহাওয়া
২:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন

বোয়ালখালীতে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন

বোয়ালখালীতে ঈদ-এ মিলাদুন্নবী (সা) উদযাপন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ক্বেরাত, হামদ-নাত, আযান প্রতিযোগিতা ও আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী হযরত আব্দুল কাদের জিলানী (রা:) জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

হযরত আব্দুল কাদের জিলানী (রা:) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, ব্যবসায়ী হাজী মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক স্কলার মুফতি মুহাম্মদ আব্দুল আজিজ রজভী।

প্রধান আলোচক ছিলেন খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসার মুহাদ্দেস মাওলানা মুহাম্মদ রহুল আমিন রহিমী।

বোয়ালখালীতে ঈদ-এ মিলাদুন্নবী (সা) উদযাপন
প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা

মো. নাজিম উদ্দিন মন্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, ইউপি সদস্য মো. আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম, মাওলানা শেখ আহমেদ হোসেন আল-ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ সাদেক হোসেন আল-ক্বাদেরী ও পেশ ইমাম মোহাম্মদ হাসান।

এর আগে ক্বেরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ এবং নি:স্বার্থ সমাজসেবায় অবদান রাখায় পাঁচজনকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সাইদুল হক ছৈয়দ, মাহবু আলম বদ, সেলিম বাবু, মো. কামাল, বাবর মুনাফ, মো. মিজান, মো. আলাউদ্দিন, মো. রোকন, মো. ফরিদ. মো. বাবু প্রমুখ।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ