17 C
আবহাওয়া
৯:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিএনএ, ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের নামার আগে  দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাটিং করছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশ  ফিল্ডিং করছে ।
বিশ্বকাপের মূল লড়াই শুরু হচ্ছে ৫ অক্টোবর থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর ধর্মশালাতে।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।
শ্রীলঙ্কা দল
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারতেœ, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, মহেশ থিকশানা, দুনিথ বেলালাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ