বিএনএ, টেকনাফ : আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মহিবুল্লাহ কুতুবালং এক নম্বর শিবিরের ইস্ট ওয়েস্ট ব্লকের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার উখিয়া কুতুপালং ক্যাম্পে রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত বন্ধুকধারীরা তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালায়। মারাত্মকভাবে আহত মুহিবুল্লাহকে দ্রুত এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে তিনটি গুলি লেগেছে বলে নিশ্চিত করেছে চিকিৎসক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, মহিবুল্লাহ আলোচনায় আসেন ২০১৯ সালের ২২ আগস্ট রোহিঙ্গা শিবিরে মহাসমাবেশ করে। একই বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে ১৭ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যে ২৭ জন প্রতিনিধি অভিযোগ দেন মুহিবুল্লাহ ছিলেন তাদের একজন।
বিএনএনিউজ/এইচ.এম।