16 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » রাবিতে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে “ফান্ড রেইজিং কনসার্ট”

রাবিতে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে “ফান্ড রেইজিং কনসার্ট”

রাবিতে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে "ফান্ড রেইজিং কনসার্ট"

বিএনএ, রাবি: বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে- ফান্ড রেইজিং কনসার্ট। শুক্রবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে বিকেল ৪টা থেকে শুরু হবে এ কনসার্ট।

আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে “শুদ্ধ সত্তা ফান্ড রেইজিং কনসার্ট”। বিশেষ এই কনসার্টের উদ্দেশ্য হলো বন্যা কবলিত মানুষের সাহায্য করা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনসার্টে অংশগ্রহণ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও রাজশাহী শহরের স্থানীয় মিউজিশিয়ানরা, যারা তাদের সংগীতের মাধ্যমে এই মহৎ উদ্যোগে সামিল করবেন। কনসার্টের মাধ্যমে সংগৃহীত তহবিল বন্যা-প্রবণ এলাকায় সাহায্য প্রদানের জন্য ব্যয় করা হবে—যাতে ক্ষতিগ্রস্ত মানুষরা দ্রুত পুনর্বাসন পেতে পারে।

এই কনসার্টে অংশগ্রহণের মাধ্যমে সকলকে একত্রিত হওয়ার এবং নিজের কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

এ বিষয়ে কনসার্টটির আহ্বায়ক খালিদ হাসান মেহেদী জানান, “এই উদ্যোগের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো, বন্যার্ত মানুষদের সাহায্য করা; শুধুমাত্র নিজ থেকেই না, একটি কালেক্টিভ আইডিন্টিটি থেকে। আমরা চাই ভবিষ্যতে এরকম মানবিক উদ্যোগ আরো উৎসাহ পাক। আমাদের সত্তা শুদ্ধির প্রচেস্টার এই জায়গা থেকে আমরা নিজ দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।”

খালিদ হাসান মেহেদী আরো বলেন, “এই কন্সার্ট থেকে আমরা পানিসন্ত্রাসী মোদি সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছি। মোদি সরকারের আগ্রাসী ও বাংলাদেশ বিদ্বেষী কার্যকলাপের বিরুদ্ধে আমরা সমবেতভাবে আমাদের প্রতিবাদ জানাতে চাই। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ নিজেদের সর্বোচ্চ দিয়ে আমাদের সাথে একাত্বতা প্রকাশ করেছেন। প্রোগ্রাম শুরু হবে আগামীকাল বিকেল ৪টা থেকে। ডোনেশন চালু থাকবে অফলাইন বুথে, এবং অনলাইন বিকাশ নাম্বারে।”

বিএনএনিউজ/ সাকিব/ বিএম

Loading


শিরোনাম বিএনএ