18 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীতে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর লালবাগের একটি বাসা থেকে শায়লা শিকদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামের আল আমিন শিকদারের মেয়ে এবং একই উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, লালবাগ থানার রসুলবাগ রোডে একটি সাবলেট রুমে থাকতেন শায়লা।  গতকাল বুধবার রাতে শায়লার এক বান্ধবী ওই বাসায় গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে ওই মরদেহ উদ্ধার করে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল বলেন, ‘মৃত শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ