বিএনএ, ঢাকা : সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র্যাব। বুধবার (২৮ আগস্ট) রাত ১টা ৩৮ মিনিটে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করছে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং।
টিপু মুন্সি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
গত ২২ আগস্ট টিপু মুনশি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।
কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রংপুরে অটোরিকশাচালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার অন্যতম আসামি টিপু মুনশি।
গত ৭ জানুয়ারি ২০১৯ সাল থেকে তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএনএ, এসজিএন/ হাসনা