24 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » শেখ হাসিনা সরকারের সবার বিচার হবে-সালাহউদ্দিন আহমেদ

শেখ হাসিনা সরকারের সবার বিচার হবে-সালাহউদ্দিন আহমেদ

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

পেকুয়া (কক্সবাজার) :  শেখ হাসিনার সরকারের সময়ে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি নাই। আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেইদিন করবো যেই দিন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশে সরকার গঠন করবে। যারাই ক্ষমতায় আসুক তাদেরকে এদেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে হবে। যাতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে।

বুধবার(২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় পেকুয়া চৌমুহনী গোল চত্বরে পেকুয়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। দীর্ঘ ১০ বছর পর তিনি নিজ এলাকায় আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি সংবর্ধনা আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে আইনের শাসন কায়েম করা হবে। সব শহিদদের রক্তের অঙ্গীকার অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা হবে। সামাজিক সুবিচার নিশ্চিত হবে। এ দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে। এদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, মানবতাবিরোধী আদালতে শেখ হাসিনা ও ফ্যাসিবাদী সরকারের সবার বিচার করা হবে, কাউকে ক্ষমা করা হবে না। ১৯৭৫ সালে বাংলাদেশের মানুষ একটা বিচার দেখেছিল, আওয়ামী লীগ সেখান থেকে শিক্ষা নেয়নি, কোনো দিন শিক্ষা নেবেও না।

গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন – সালাহউদ্দিন আহমেদের সহধর্মিণী সাবেক এমপি হাসিনা আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ