বিএনএ, ডেস্ক : কঙ্গোতে গির্জায় সন্ত্রাসী হামলায় ১৪ জন মারা গেছে। নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীও রয়েছেন । রোববার দেশটির ইতুরিতে এ সন্ত্রাসী হামলা হয়।
মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় ।
রয়টার্স বলছে, রোববার কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে গির্জায় প্রার্থনারত উপাসকদের ওপর মিলিশিয়া হামলার পর অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা এবং সুশীল সমাজের এক নেতা সোমবার জানিয়েছেন।
দ্য কো- অপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ এই হামলার পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
উল্লেখ্য, কঙ্গোতে যে কয়েকটি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী রয়েছে, তার একটি হচ্ছে কোডেকো। কঙ্গোর খনিজ-সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় ভূখণ্ড ও সম্পদের দখল নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে মিলিশিয়ারা। এই সংঘাতে গত এক দশকে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিএনএ/ ওজি/ হাসনাহেনা