24 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » আফিম চাষ বন্ধ করতে যাচ্ছে তালেবান

আফিম চাষ বন্ধ করতে যাচ্ছে তালেবান

আফিম চাষ বন্ধ করতে যাচ্ছে তালেবান

বিএনএ বিশ্বডেস্ক : আফগানিস্তানে আফিম চাষ বন্ধ করতে যাচ্ছে তালেবান।  পুরো দেশ নিয়ন্ত্রণে নেয়ার পর  আন্তর্জাতিক সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে তালেবানরা।  এরই মধ্যে তালেবান নেতারা আফিম চাষীদেরকে এই চাষ বন্ধের কথা বলেছেন। তালেবানের এই উদ্যোগে আফগানিস্তানজুড়ে কাঁচা আফিমের দাম বেড়ে গেছে।আফগানিস্তান হচ্ছে বিশ্বের শতকরা ৮০ ভাগ আফিম উৎপাদনকারী দেশ।

গত ১৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, দেশের নতুন শাসকরা মাদক ব্যবসার অনুমতি দেবেন না। তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে তা নির্দিষ্ট করে বলেন নি। এরপর তালেবান প্রতিনিধিরা আফিম চাষের বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করেছেন।

কান্দাহার, উরুজগান ও হেলমান্দ প্রদেশের চাষীরা জানিয়েছেন বর্তমানে কাঁচা আফিমের দাম তিনগুণ হয়ে গেছে। তালেবান যোদ্ধারা পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার আগে প্রতি কেজি কাঁচা আফিম বিক্রি হতো ৭০ ডলারে, বর্তমানে দাম বেড়ে তা ২০০ ডলারে বিক্রি হচ্ছে। মাজার-ই শরীফ শহরে দাম বেড়েছে দ্বিগুণ। কাঁচা আফিমকে প্রক্রিয়াজাত করে হেরোইন তৈরি করা হয়।

পশ্চিমা সরকারগুলো বলছে, আফগানিস্তানে যে আফিমের শিল্প-কারখানা গড়ে উঠেছে তা থেকে দীর্ঘদিন ধরে তালেবান সুবিধা নিয়েছে। গত ২০ বছরে তালেবানের অর্থের বড় উৎস ছিল এই আফিম।

সূত্র: পার্স টুডে

Loading


শিরোনাম বিএনএ