16 C
আবহাওয়া
৩:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » জয়ের ধারায় টটনেহ্যাম

জয়ের ধারায় টটনেহ্যাম

জয়ের ধারায় টটনেহ্যাম

বিএনএ,স্পোর্টসডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। বোরবার(২৯ আগস্ট) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। টানা তিন খেলায় তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্লাবটি।

সন হিউ-মিনের একমাত্র গোলে জয়ী হয় স্পার্সরা।প্রথমার্ধের অসাধারণ ফ্রি-কিক থেকে গোলটি করেছিলেন এই কোরিয়ান স্ট্রাইকার।

এর আগের খেলায় বার্ণলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লীডস ইউনাইটেড। ৬১ তম মিনিটে বার্ণলিকে লিড এনে দেয় ক্রিস উড।
বার্ণলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লীডস ইউনাইটেড
প্রিমিয়ার লিগ ইতিহাসে ৩০ হাজার তম গোলটি এসেছে তার পা থেকে। ২০০১ সালে ১০ হাজার তম গোলটি করেছিলেন টটেনহ্যামের লেস ফার্দিনান। ২০১১ সালে ২০ হাজার তম গোলটি করেছিলেন এসটন ভিলার মার্ক অ্যালব্রাইটন। ৮৬ তম মিনিটে প্যাট্রিক বামফোর্ড গোল করে সমতায় ফিরায় লীডসকে।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ