বিএনএ, ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া নারী ফারিয়া তাসনিম জ্যোতির লাশটি ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী গাজীপুরা বাশপট্টি এলাকার বিলের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করেন ডুবুরি দল।
নিহত ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে। তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং নিকুঞ্জ এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যান জ্যোতি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। অবশেষে ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর গাজীপুরা বাশপট্টি এলাকার বিলের মাঝখান থেকে নিখোঁজ ওই নারীর লাশ উদ্ধার করেন টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চালিয়ে গেছি। সকালে বিল থেকে ওই নারীকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেছে।
বিএনএ/ ওজি/শাম্মী