28 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - জুলাই ২৯, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার


বিএনএ, কুমিল্লা: কুমিল্লার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার হয়। নিহতরা হচ্ছে তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) ও মেয়ে মিশু (১৫)।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

বাড়ির মালিক আবুল খায়ের বলেন, গত ১২ জুলাই রাজমিস্ত্রি মীর হোসেন তার বাড়িতে এসে একটি বাসা ভাড়া নেয়। আজ ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায় তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে আছে

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ