বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের নির্মাণকাজের জন্য গ্যাসের পাইপ সংযোগের গতিপথ পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি (কেজিডিসিএল)।
রোববার (২৯ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজ চলার সময় হালিশহর চৌচালা মোড় থেকে আবদুর গফুর শাহ রোড, চান্দের পাড়া, ধুমপাড়া, পকেট গেট, বাদামতল, গাজী ওমর শাহ মাজার, ধোপা দীঘি, আনন্দ বাজার, মনির নগর, বাকের আলী ফকিরের টেক, কলসি দীঘি, বিজিবি হালিশহর, হালিশহর সেনানিবাস, আব্বাস পাড়া, চৌধুরী পাড়া, সুন্দরী পাড়া, মইন্না পাড়া, নয়াবাজার, ব্যাপারী পাড়া, হাজী পাড়া, পান্না পাড়া, মৌলভী পাড়া, শান্তিবাগ, শ্যামলী আবাসিক, পুলিশ লাইনস, ছোটপোল, বৌ বাজার, বড় পোল থেকে দেওয়ানহাটের আশপাশের বিভিন্ন এলাকা, উত্তর হালিশহর, মধ্য হালিশহর, দক্ষিণ হালিশহর, আগ্রাবাদ সিডিএ ও আগ্রাবাদের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে নগরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ফকির হাট র্যাম্প নির্মাণকাজের জন্যও গ্যাসলাইনের গতিপথ পরিবর্তন করতে হচ্ছে। এ কারণে ২ জুলাই দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো বারিক বিল্ডিং, আগ্রাবাদ সিডিএ, নিমতলা, বন্দর, মাতারবাড়ী, সদরঘাট, নিউমার্কেট, মাঝিরঘাট, পাথরঘাটার আশপাশের এলাকা। এ ছাড়া দেওয়ানহাট, টাইগারপাস, লালখান বাজার, জিইসি, কোতোয়ালি, ডিসি রোড, জেল রোড, আন্দরকিল্লা, চাক্তাইয়ের আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
বিএনএ নিউজ/রেহানা, ওজি/ হাসনা