18 C
আবহাওয়া
৩:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » সেরা ক্লাব অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলো রাবি সায়েন্স ক্লাব

সেরা ক্লাব অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলো রাবি সায়েন্স ক্লাব


বিএনএ, রাবি: বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্লাবের মধ্যে সেরা ক্লাব হিসেবে পুরস্কৃত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব। শনিবার (২৯ জুলাই) ক্লাবটিকে অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।

YCI Leadership Award এর জন্য ৩০০ টি বিশ্ববিদ্যালয় ক্লাব নমিনেশন জমা দেয়। এগুলোর মধ্যে ভিডিও প্রেজেন্টেশন, অনলাইন ভোটিং এবং সর্বশেষ জুরি বোর্ড এর ভাইভা প্রদানের পর সেরা ক্লাব হিসেবে প্রথম ১৫ তে জায়গা করে নেয় ক্লাবটি।

অ্যাওয়ার্ড গ্রহণের সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. আব্দুল লতিফ, সহ-সভাপতি নাজনীন আরা নিশু ও করিমা খাতুন, সাধারণ সম্পাদক মাসুদ, কোষাধ্যক্ষ শেখ সৈকত এবং সায়েন্স ফ্যান সম্পাদক শরিফুর রহমান ৷

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব একটি অলাভজনক বিজ্ঞানপ্রেমী সংগঠন। বিজ্ঞানমনস্ক জাতি গঠনের উদ্দেশ্যে ২০১৫ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞান চর্চা চলমান রাখার উদ্দেশ্যে ক্লাবটি ধারাবাহিকভাবে বিজ্ঞানমেলা, ওয়ার্কশপসহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করে আসছে।

বিএনএ/সাকিব, এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত