বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় অটোরিকশা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ৩ শ্রমিক ও পথচারীসহ ৮জন দগ্ধ হয়েছে। তার মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিকসার্জারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণে উড়ে গেছে ঐ কারখানার দেয়াল,ভেঙে চুরমার পুরো কারখানা।
জানা যায়,কাশিপুরের দেওয়ান বাড়ি মুসকানি মটরসে নতুন অটোরিকশা তৈরি করা হয়। রিকশার ব্যাটারিতে ক্যামিকেলে আগুন ধরে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে পুরো কারখানায় বিস্ফোরণ ঘটে। এবং পাশাপাশি রফরফ মটরস নামে আরেকটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস বলছে, ব্যাটারির ক্যামিকেলে ও ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এমনটা ঘটতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, বিস্ফোরণে কারখানায় দেয়ালসহ পুরো কারখানা চুরমার হয়ে গেছে। ৮জন দগ্ধ হয়েছে। তাদের প্রথমে স্হানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্হা আশংকাজনক হওয়ার কারনে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে ভর্তি করা হয়ে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ফতুল্লা থেকে ৮ জনকে দগ্ধ অবস্হায় বার্ন হাসপাতালে এনে ভর্তি করা হয়। সবার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিএনএ/ আজিজুল , ওজি/ হাসনাহেনা