29 C
আবহাওয়া
৬:৫৭ অপরাহ্ণ - জুলাই ২২, ২০২৫
Bnanews24.com
Home » জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

শিগগিরই আসছে অনলাইনে জ্বালানি তেল কেনার সুযোগ

বিএনএ, ঢাকা : জুলাই মাসের জন্য অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম। জুন মাসের মতো জুলাইয়েও প্রতি লিটার ডিজেলের মূল্য ১০২ টাকা, কেরোসিনের মূল্য ১১৪ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা ও অকটেনের মূল্য ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৯ জুন) নতুন এই মূল্যের ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এর আগে, জুন মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়।

তবে কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়। জুলাই মাসের জন্য কেরোসিনে তেলের দামও অপরিবর্তিত থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ