27 C
আবহাওয়া
৪:২৫ অপরাহ্ণ - জুলাই ১, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নারীর মৃত্যু

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নারীর মৃত্যু


বিএনএ,চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয় অন্তত আরো ১০ জন।

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত আরও তিন জনকে চমেক হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সবুর। গুরুতর আহত তিনজন হলেন, আরিফ (৩০), আব্দুল মোতালেব (৫২), স্বপ্না রানী (৪৯)।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র ঘোষ বলেন, শনিবার সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইনের একটি বাস কালুশাহ মাজার এলাকায় রাস্তা থেকে খাদে পড়ে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। ৮ থেকে ১০ জনকে আহত উদ্ধার করেছি। এরমধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় ছিলো। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিটও কাজ করেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটিকে সরিয়ে এখন আমরা রাস্তা ক্লিয়ার করছি।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ