বিএনএ, রাঙামাটি: ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে রাঙামাটির লংগদু ও নানিয়ারচর-এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু আনারস প্রতীকে ১৬ হাজার ৯৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮২৬ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মো. রকিব এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা জিন্নাহ নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নানিয়ারচর উপজেলার ১৪টি ভোট কেন্দ্রের ফলাফলে ৬ হাজার ১৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী অমর জীবন চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জ্যোতিলাল চাকমা মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৬২ ভোট।
নানিয়ারচরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ৭ হাজার ৪০৮ ভোট পেয়ে সুজিত তালুকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা কলসি প্রতীকে ১০ হাজার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রাঙামাটির লংগদু ও নানিয়ারচর উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে নানিয়ারচরের জাহানতলি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ করেছেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জোতিলাল চাকমা ও দোয়াত কলম প্রতীকের প্রার্থী রুপম দেওয়ান।
বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/এইচমুন্নী