28 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রীর প্রার্থীর ভরাডুবি, জয়ী অর্থ প্রতিমন্ত্রীর প্রাথী!

আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রীর প্রার্থীর ভরাডুবি, জয়ী অর্থ প্রতিমন্ত্রীর প্রাথী!

আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রীর প্রার্থীর ভরাডুবি, জয়ী অর্থ প্রতিমন্ত্রীর প্রাথী!

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে তৃতীয় ধাপের চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুইবারের চেয়ারম্যান হ্যাট্রিক মিশনে থাকা দোয়াত কলম প্রতীকের তৌহিদুল চৌধুরীকে পরাজিত করে অভিষেক হয়েছেন আনারস প্রতীকের কাজী মোজাম্মেল হকের।

দেখা যাচ্ছে আনোয়ারা উপজেলায় গত দুইবারের উপজেলা নির্বাচন অনেকটা প্রতিদ্বন্দ্বীতাহীন হলেও নানা কারণে এবারের আনোয়ারায় নির্বাচনে হাড্ডাহাড্ডি দ্বিমুখী লড়াই অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির প্রেস্টিজ ইস্যু নির্বাচনে জাবেদ সমর্থিত প্রার্থীর ভরাডুবি হয়েছে। দুই এমপির মুখোমুখি অবস্থানের ফলে দিনভর চোখ ছিল এই উপজেলার ভোটের ফলাফলের দিকে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক (আনারস) ৫৮ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গত দুইবারের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী (দোয়া কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট। এছাড়া নির্বাচন থেকে সরে যাওয়া মোটর সাইকেল প্রতীকের এম এ মান্নান চৌধুরী পেয়েছেন ৩৩০ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আনোয়ারায় মোট ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার তাদের ভোটার রয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২২১ জন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে এম এ মান্নান মান্না (চশমা) প্রতীকে ৩১ হাজার ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আবু জাফর (টিয়া পাখি) পেয়েছেন ৩০ হাজার ৩৩৭ ভোট, সুগ্রীব মজুমদার দোলন (তালা) পেয়েছেন ১৯ হাজার ৯৭১ ভোট, সালাউদ্দিন সারো (টিউবওয়েল) পেয়েছেন ৬ হাজার ৬১৮ ভোট, সন্তোষ কুমার দে(বই) পেয়েছেন ৩ হাজার ৫৫৪ ভোট ও প্রদীপ দত্ত (মাইক) পেয়েছেন ২ হাজার ৩৪৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে চুমকি চৌধুরী (হাঁস) প্রতীকে ৪৫ হাজার ৯৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারভীন আকতার (কলস) ২৫ হাজার ৮২ ভোট এবং মরিয়ম বেগম ২৩ হাজার ৪৮০ ভোট পেয়েছেন।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ