18 C
আবহাওয়া
১২:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে জসিমের অভিষেক, ভাইস-চেয়ারম্যানে ফারুকীর হ্যাট্রিক

চন্দনাইশে জসিমের অভিষেক, ভাইস-চেয়ারম্যানে ফারুকীর হ্যাট্রিক

চন্দনাইশে জসিমের অভিষেক, ভাইস-চেয়ারম্যানে ফারুকীর হ্যাট্রিক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদে নাগরিক কমিটির চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন আহমেদ (মোটর সাইকেল) ৩৮ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৭৪ ভোট।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও. সোলাইমান ফারুকী (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে ৪৪ হাজার ৭শ ১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রূপম দেব (উড়োজাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২শ ১৯ ভোট, আওয়ামী লীগ সমর্থিত অপর প্রার্থী একরাম হোসেন (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৩০ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় খালেদা আকতার চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

উল্লেখ্য, চন্দনাইশে ৬৮ কেন্দ্রে ১ লক্ষ ৯১ হাজার ৬০৭ জন ভোটারের মধ্যে, ৬০ হাজার ৭১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে চন্দনাইশে ৩১.৮৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ