24 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » জাবেদের দুর্গে ওয়াসিকার প্রার্থীর অভিষেক

জাবেদের দুর্গে ওয়াসিকার প্রার্থীর অভিষেক

জাবেদের দুর্গে ওয়াসিকার প্রার্থীর অভিষেক

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে তৃতীয় ধাপের চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুইবারের চেয়ারম্যান হ্যাট্রিক মিশনে থাকা দোয়াত কলম প্রতীকের তৌহিদুল চৌধুরীকে পরাজিত করে অভিষেক হয়েছেন আনারস প্রতীকের কাজী মোজাম্মেল হকের।

দেখা যাচ্ছে আনোয়ারা উপজেলায় গত দুই বারের উপজেলা নির্বাচন অনেকটা প্রতিদ্বন্দ্বীতাহীন হলেও নানা কারণে এবারের আনোয়ারায় নির্বাচনে হাড্ডাহাড্ডি দ্বিমুখী লড়াইয়ে অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী স্থানীয় সংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির প্রেস্টিজ ইস্যু নির্বাচনে জাবেদ সমর্থিত প্রার্থীর ভরাডুবি হয়েছে। দুই এমপির মুখোমুখি অবস্থানের ফলে দিনভর চোখ ছিল এই উপজেলার ভোটের ফলাফলের দিকে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক (আনারস) ৫৯ হাজার ৫২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গত দুই বারের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী (দোয়া কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৯২ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আনোয়ারায় মোট ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার তাদের ভোটার রয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২২১ জন।

এবারের চেয়ারম্যান পদে তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম), অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী (মোটরসাইকেল), কাজী মোজাম্মেল হক (আনারস) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করেছিলেন।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ