20 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » টিকটক করায় তিন শিক্ষার্থী বহিঃস্কার; প্রতিবাদে স্কুলে ভাংচুর

টিকটক করায় তিন শিক্ষার্থী বহিঃস্কার; প্রতিবাদে স্কুলে ভাংচুর

টিকটক করায় তিন শিক্ষার্থী বহিঃস্কার; প্রতিবাদে স্কুলে ভাংচুর

বিএনএ ডেস্ক: টিকটক করার অভিযোগে নাটোরে স্কুল থেকে তিন শিক্ষার্থীকে বহিঃস্কারের প্রতিবাদে স্কুলে ভাংচুর ও বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থী।

রোববার (২৯ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার চন্দ্রকলা এস আই উচ্চ বিদ্যালয়ের বহিঃস্কৃত ওই তিন শিক্ষার্থী ও স্কুলের কিছু শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে তিন শিক্ষার্থীকে আটক করা হয়।

চন্দ্রকলা এস আই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান শাহ জানান, শনিবার ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদ স্কুলের নবম শ্রেণির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে টিকটক করার অভিযোগ এনে তাদের স্কুল থেকে বহিঃস্কারের আদেশ দেন। পরে তাদের স্কুল থেকে বহিঃস্কার করা হয়।

বহিস্কারের ঘটনা রোববার সকালে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে জানতে পারে। পরে তারা বহিঃস্কারের কারণ জানতে চাইলে তাদের হাতে বিদ্যালয়ের ছাড়পত্র ধরিয়ে দেয়া হয়। এতে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণ চেয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে বেশ কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে স্কুলের জানালাসহ আসবাবপত্র ভাংচুর করে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদ জানান, তিন শিক্ষার্থী শিক্ষকদের সাথে অসদাচরণসহ নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত। এর আগেও তাদের অভিভাবককে ডেকে একাধিকবার সতর্ক করে দেয়া হয়েছে। তাদের অভিভাবকরা মুচলেকাও দিয়েছেন। কিন্তু তাদের আচরণের কোনই পরিবর্তন হয়নি।

বুলবুল আহমেদ জানান, সম্প্রতি তিনজন মিলে বিদ্যালয় চলাকালিন সময়ে স্কুল প্রাঙ্গণে টিকটক ভিডিও করে। তাদের বিতর্কিত কর্মকান্ডে ম্যানেজিং কমিটির সিন্ধান্ত মোতাবেক বহিঃস্কার করা হয়। তার অভিযোগ একটি পক্ষ এই শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করিয়েছে। এ বিষয়ে মামলা করা হবে বলেও জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, অপ্রীতিকর পরিস্থিতির সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ