28 C
আবহাওয়া
১:৪৯ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » জিমন্যাস্ট আলি সিঙ্গাপুরে রৌপ্য পদক জিতেছেন

জিমন্যাস্ট আলি সিঙ্গাপুরে রৌপ্য পদক জিতেছেন


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস  চ্যাম্পিয়নশীপে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের আলি কাদের হক।  ১৭তম সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপ ২০২২ এ সিনিয়র পুরুষ বিভাগে ভল্টিং  টেবিল ইভেন্টে  শনিবার (২৮ মে)  রৌপ্য পদক জয় করেন  বাংলাদেশ  জাতীয় জিমন্যাস্টিকস  দলের  আলি।

কোয়ালিফাইং রাউন্ডে প্রথম হয়ে  ফাইনালে  উন্নীত হওয়া আলি  হাড্ডাহাড্ডি লড়াই করে সামান্য ব্যবধানে পরাজিত হয়ে রৌপ্য পদক  জয় করেন।  সিনিয়র বিভাগে  নিজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টেই  দেশকে  পদক  এনে দিলেন আলি।

গত ২৬ মে শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক সিঙ্গাপুর, হংকং, চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বিভিন্ন দেশের জাতীয় দলসহ  মোট  ২২টি দল অংশ গ্রহণ করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ