17 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় মৃত্যু কমছে না ভারতে

করোনায় মৃত্যু কমছে না ভারতে

চিতা

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: গত কয়েক দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা একটু একটু কমলেও মৃত্যু এখনো লাগামহীন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (২৯ মে) সকালে দেশটির সংবাদমাধ্যম জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জন ও মারা গেছেন ৩ হাজার ৬১৭ জন।

সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ ও প্রাণ হারালেন ৩ লাখ ২২ হাজার ৫১২ জন।

তবে সংক্রমণ কম ও সুস্থ বেশি হওয়ায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা গত দু’সপ্তাহ ধরে কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ লাখ ১৪ হাজারেরও বেশি। এখন সক্রিয় রোগী রয়েছেন ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন।

বলা হচ্ছে, বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কম হওয়াতেই ভারতে সার্বিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে। এই উন্নতি গত এক দেড় মাসের পরিসংখ্যানের নিরিখে। তবে এখনো যে সংখ্যক সক্রিয় রোগী রয়েছেন, যে সংখ্যক লোক প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, করোনার প্রথম পর্বের সর্বোচ্চ সংখ্যার থেকে তা অনেক বেশি।

বিএনএনিউজ২৪/ এমএইচ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ