17 C
আবহাওয়া
১১:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কালুরঘাট ফেরিতে টেম্পুচাপায় ক‌লেজছাত্রীর মৃত্যু

কালুরঘাট ফেরিতে টেম্পুচাপায় ক‌লেজছাত্রীর মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীর পূর্ব কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পু চাপায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামে বাক‌লিয়া সরকা‌রি কলে‌জের এক ছাত্রী নিহত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বোয়ালখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের (হাস‌ান ডাক্তার) একমাত্র মেয়ে। সে নগরীর বাক‌লিয়া সরকা‌রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা ৩ ভাই ১ বোন।

প্রত্যক্ষদর্শী মনসুর আলম বলেন, নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে উঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজি চালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এসময় ফেরিতে উঠার জন্য কলেজ শিক্ষার্থী বেইলি ব্রিজ পার হচ্ছিল। টেম্পুটি বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে ওই শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, ফাতেমা তুজ জোহরাকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত টেম্পুটি জব্দ ও টেম্পু চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতি‌দিন ফেরি পারাপার হওয়া ব‌্যক্তিদের অভিযোগ, নদীর জোয়ার ভাটার সময় বেইলি ব্রিজটি অস্বাভাবিকভাবে ঢালু হয়ে যায়। এতে যানবাহন ওঠা-নামার সময় প্রায়শ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ, নাবিদ, ওজি, জিএন

Loading


শিরোনাম বিএনএ