20 C
আবহাওয়া
১০:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কম আয়ের শ্রমিকদেরও অবসর ভাতা দিতে চায় সিঙ্গাপুর সরকার

কম আয়ের শ্রমিকদেরও অবসর ভাতা দিতে চায় সিঙ্গাপুর সরকার

গ্র্যাব, ডেলিভারু

বিশ্ব ডেস্ক: রাইড শেয়ারিং, কুরিয়ার, ফুড ডেলিভারির মত কাজের কম আয়ের শ্রমিকদেরও অবসর ভাতা, কাজের সময় সংঘটিত দুর্ঘটনা কবলিত ক্ষতিপূরণ দিতে চায় সিঙ্গাপুর সরকার।

২০২৪ সালের মে দিবসের প্রাক্কালে এক বার্তায়  দেশটির জনশক্তি মন্ত্রী টান সি লেঙ(Tan See Leng) এ তথ্য প্রকাশ করেন। খবর ব্যাঙকক পোস্ট।

মন্ত্রী বলেন, সিঙ্গাপুর একটি নতুন আইন প্রবর্তন করবে যার উদ্দেশ্য তথাকথিত গিগ-ইকোনমি কর্মীদের তাদের অবসরের প্রয়োজনীয়তার জন্য পরিকল্পনা সমর্থন করা এবং কাজের আঘাত থেকে সুরক্ষা পাওয়ার সুবিধা থাকবে।

মে দিবসের বার্তায় ট্যান বলেছেন, “কোনও সিঙ্গাপুরবাসীকে পিছিয়ে রাখা হবে না, বিশেষ করে দুর্বল শ্রমিকদের।” “এটি কর্মসংস্থান আইনে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে ।

গিগ-ইকোনমি কর্মীরা প্ল্যাটফর্ম কর্মী হিসাবেও পরিচিত কারণ তারা সংযোগ স্থাপনের জন্য অনলাইন রাইড-হেইলিং বা খাদ্য-বিতরণকারী সংস্থা যেমন গ্র্যাব, ডেলিভারু পাবলিক কোম্পানি লিমিটেড এবং লালামোভের ওপর নির্ভর করে থাকে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ