বিশ্ব ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ১৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বন্দী এবং প্রাক্তন বন্দী বিষয়ক কমিশন এবং প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি অনুসারে, আটকদের মধ্যে একটি মেয়ে, দুটি শিশু এবং প্রাক্তন বন্দি রয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) রাতে তুলকারেম, কালকিলিয়া, জেনিন, তুবাস, সালফিট, জেরিকো এবং দখলকৃত পূর্ব জেরুজালেমে রাতারাতি এসব আটকের ঘটনা ঘটে।
“এ নিয়ে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের সংখ্যা ৮,৪৯৫ জনে বৃদ্ধি পেয়েছে,” সংস্থাগুলো জানিয়েছে।
ওই সময় থেকে ইসরায়েলের কারাগারে ১৬ জন বন্দি মারা গেছে, তাদের একজন বাদে সকলের মৃতদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ আটকে রেখেছে, পরিবারকে দাফন করতে বাধা দিচ্ছে।
সূত্র: আল জাজিরা।
এসজিএন