বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মোছাম্মৎ ইফতা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মোছাম্মৎ ইফতা সরল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিনজিরীতলা গ্রামের শফি আলমের কন্যা।
শনিবার (২৯ এপ্রিল) উপজেলার সরল ইউনিয়নে সকাল ১০টার দিকে এ দুঘর্টনা ঘটে।
নিহত শিশুর চাচা নুরুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত থাকার সুযোগে সামনের উঠানে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। খোঁজাখুঁজির পর তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার কানিজ ফাতেমা বলেন, শিশুটি পুকুরে অতিরিক্ত পানি খাওয়ার ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই মৃত্যু হয়েছে।
বিএনএনিউজ/বিএম