24 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ডায়মন্ড সিসিবি ইটভাটায় শ্রমিকের হাত বিচ্ছিন্ন

ডায়মন্ড সিসিবি ইটভাটায় শ্রমিকের হাত বিচ্ছিন্ন

ডায়মন্ড সিসিবি ইটভাটায় শ্রমিকের হাত বিচ্ছিন্ন

বিএনএ, চট্টগ্রাম : ইটভাটায় কাজ করার সময় মেশিনে পেঁচিয়ে আসিফ মিয়া (২০) নামের এক শ্রমিকের বাম হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় ডায়মন্ড সিসিবি ইটভাটায় এ ঘটনা ঘটে। আহত আসিফ মিয়া ওই এলাকার ইউনুস মিয়ার ছেলে।

এসময় তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী মো. সোহেল। তিনি জানিয়েছেন, সকালে ইটভাটায় কাজ করছিল আসিফ। পেছনে ফেরার সময় মেশিনের বেল্টে পড়ে যায়। ওই সময় তার এক হাত মেশিনে লেগে কেটে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, আসিফ নামে ইটভাটার এক শ্রমিককে বাম হাত বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাকে ২৬নং ওয়ার্ডে চিকিৎস দেয়া হচ্ছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ