27 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১, ২০২৫
Bnanews24.com
Home » ঈদে টানা নয়দিন বন্ধ থাকবে টেকনাফ স্থলবন্দর

ঈদে টানা নয়দিন বন্ধ থাকবে টেকনাফ স্থলবন্দর


বিএনএ, কক্সবাজার: ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে নয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।শুক্রবার (২৮ মার্চ) টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মোহাম্মদ সোহেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার ২৮ র্মাচ থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্যসামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে। ৬ এপ্রিল রবিবার বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রফতানি শুরু হবে।

আলু রফতানিকারক শামসুল আলম জানান, গতবছর মিয়ানমারে অভ্যন্তরীণ সমস্যার কারণে টানা ১১মাস যুদ্ধ চলছিল মিয়ানমারের। এরফলে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে পণ্য রফতানি বন্ধ ছিল। গত ফেব্রুযারি মাস থেকে থেমে থেমে বাংলাদেশ থেকে কিছু সিমেন্ট, কোমল পানীয় ও আলু রফতানি হয়ে আসছিল। শুক্রবার একদিনেই তিনজন ব্যবসায়ীর ৮৮ মেট্রিকটন আলু রফতানি করা হয়েছে।

স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘গত বছর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এখনো আকিয়াব-ইয়াঙ্গুন বন্দর দিয়ে পণ্য সামগ্রীক আসা বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এরমধ্যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে নয়দিনের জন্য বন্দর ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি সত্ত্বেও ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় মালামাল স্থলবন্দর থেকে সরবরাহের জন্য বিশেষ শ্রমিক মজুত রাখা হয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ