30 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » সমুদ্রে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশ

সমুদ্রে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশ


বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের সঙ্গে ভেসে আসছে অসংখ্য মরা জেলিফিশ। সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে আটকা পড়ে আছে মাছগুলো।

বুধবার (২৯মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের কলাতলী পয়েন্টে অসংখ্য মরা জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে। এসব মাছের মধ্যে কোনোটা আকারে ছোট, কোনোটা বড়। এসব জেলিফিশ দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তবে এগুলো কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছে না।

খবর পেয়ে কক্সবাজারের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের সমুদ্রবিজ্ঞানীরা মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, ’এখন জেলিফিশ মারা যাওয়ার মৌসুম না। হয়তো জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা জেলিফিশগুলো ফেলে দেওয়ায় এগুলো সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে।’

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘জেলিফিশ ভেসে আসছে খবর পেয়ে আমাদের টিম কাজ করছে।’

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর, ১১ নভেম্বর ও আগস্টের শুরুতে কক্সবাজার সমুদ্র সৈকতে অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসেছিল।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ