26 C
আবহাওয়া
৩:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল

রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল

রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল

রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল নিচে তুলে ধরা হল। তবে রোজা পালন সময়ে অত্যাবশ্যকীয় আমল অবশ্যই জানতে হবে আমাদের।কেবল উপোস থাকলে হবে না। কর্ণ, চক্ষু এবং জিহ্বাকে মিথ্যা ও হারাম কাজ থেকে নিজেকে বিরত  রাখতে হবে। মনে রাখতে হবে- রোজা রাখা ও না রাখার দিন সমান না হয়।

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ” কতো সিয়াম পালনকারী আছে, যাদের রোযা হবে শুধু উপোস থাকা। আর কতো রাতের ইবাদতকারী আছে, যাদের রাত জাগরণ ছাড়া ইবাদতের কিছুই হবে না । (অর্থাৎ পাপকাজ থেকে বিরত  না হবার কারণে তার রোযা  যেন রোযা নয়, তার রাতের সালাতও যেন ইবাদত নয়।)।

রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল:

ক) পাঁচওয়াক্ত ফরয সালাত আদায় করা। শারীরিক সমস্যা না থাকলে মসজিদে জামাআাতে নামাজ আদায় করা।  জামাআাতে নামাজ আদায় করলে ২৭গুণ বেশি সওয়াব লাভ হয়।

খ) মিথ্যা কথা না বলা। গীবত না করা।একজনের বিরুদ্ধে আরেকজনকে কিছু বলে ক্ষেপিয়ে না দেয়া। মানুষকে ধোঁকা না দেয়া,ক্রয়-বিক্রয় ও অন্যান্য কাজে প্রতারণা না করা।

গ) গান-বাজনাসহ সকল হারাম কাজ কর্ম  বাদ দেয়া।

ঘ) সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকা। মসজিদ ও ঘরে ইসলামী জীবন যাপন করা।

ঙ) পাপাচার ত্যাগ করা। সব ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা।

চ) অন্তরে ভয় ও আশা পোষণ করা।

ছ) সকল হুকুম আহকাম পালনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যতাযতভাবে অনুসরন করা।

 

রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল

০১. সমগ্র কুরআন মাজীদ অর্থসহ তেলাওয়াত করা

০২. বেশি বেশি তাওবা ও ইসতিগফার করা

০৩. জামাআতে তারাবীহ সালাত আদায় করা

০৫. বিতরের সালাত জামাআাতে আদায় করা

০৬. অধ:স্তনদের কর্মঘণ্টা কমিয়ে দেয়া

০৭. সাহারী খাওয়া

০৮. তাহাজ্জুদ-সহ নফল সালাত আদায় করা

০৯. বেশি বেশি দান-সাদাকাহ করা

১০. রমজান মাসে যাকাত আদায়ে অনেক বেশি সওয়াব

১১.ঝগড়া-বিবাদ ও অশ্লীলতা থেকে বিরত থাকা

১২. সামর্থ্যবানদের ওমরা করা

১৩. লাইলাতুল কদরের রাত  ইবাদতে কাটানো

১৪. ই’তিকাফ করা

১৫. ফিতরা আদায়

 

রোযাসহ সকল ইবাদত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা ।

Loading


শিরোনাম বিএনএ