22 C
আবহাওয়া
১২:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নয়; পুলিশ ব্যস্ত রাজনীতি নিয়ে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নয়; পুলিশ ব্যস্ত রাজনীতি নিয়ে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নয়; পুলিশ ব্যস্ত রাজনীতি নিয়ে: মির্জা ফখরুল

বিএনএ ডেস্ক, ঢাকা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নয়, পুলিশ এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ মার্চ) সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, পুলিশের আইজি সাহেব দেখলাম রাজনৈতিক নেতার মতো কথা বলছেন। কমিশনার সাহেব শিষ্টাচার পর্যন্ত জানেন না। তার শিক্ষা কোথায় আমরা জানি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ঔদ্ধত্বপূর্ণ কটূক্তি তারা করেছেন, আমরা তাকে ধিক্কার জানাই।

বিএনপি মহাসচিব বলেন, মেগা উন্নয়নের মাধ্যমে মেগা দুর্নীতি করে সব টাকা কানাডায় বেগম পাড়ায় পাচার করছে আওয়ামী লীগ। বিচার বিভাগ এখন আর স্বাধীন নয়, ডিসি, এসপি আইন মন্ত্রণালয় যে নির্দেশনা দেয় সেভাবেই বিচার হয়।

ফখরুল বলেন, আওয়ামী লীগ নিজেদের প্রয়োজনে ৭২ এর সংবিধান কাঁটাছেড়া ও সংযোজন বিয়োজন করেছে। এখন তারা গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে।

বিএনপি নেতা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে বাকশালের ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রামের সময় যখন সমগ্র জাতি দিশেহারা ছিল, যখন রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, যাদের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল তারা স্বাধীনতার ঘোষণা না করে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন অথবা ভারতে পালিয়ে গিয়েছিলেন, সেই সময় মেজর জিয়াউর রহমানের কণ্ঠে ভেসে উঠেছিল স্বাধীনতার ঘোষণা। যার ঘোষণার মধ্য দিয়ে অনুপ্রাণিত হয়ে আমরা যুদ্ধে যোগ দিয়েছিলাম।

এর আগে বেলা সোয়া ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে বিএনপির সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা।

এর আগে সর্বশেষ ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিলেট জেলা বিএনপির কাউন্সিল হয়। এতে কাউন্সিলরদের ভোটে আবুল কাহের চৌধুরী শামীম সভাপতি ও আলী আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০১৯ সালের ২ অক্টোবর সিলেট জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে কেন্দ্র থেকে ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটি।

বিএনএ/ এ আর

 

Loading


শিরোনাম বিএনএ