20 C
আবহাওয়া
৯:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

বিএনএ ডেস্ক, ঢাকা: বাসচালকের মুক্তির দাবিতে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় তারা। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

গত ২৪ মার্চ রাজশাহী এবং রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি।

২৭ মার্চ থেকে এ ধর্মঘট হওয়ার কথা ছিল। তবে ২৫ মার্চ  বিকেলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলনে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

উল্লেখ্য গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় গ্রেফতার বাস চালকের জামিন না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ