বিএনএ, ঢাকা : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত পালন করছে। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে মসজিদগুলোতে ইবাদত করছেন মুসল্লীরা।
নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে তারা আল্লাহর নৈকট্য চাচ্ছেন।
মসজিদে মসজিদে দেখা গেছে বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু কিশোররাও ভীড় করছেন। পবিত্র শবে বরাতের রাতে সাধারণ মুসল্লিরা জামাতে এশা পড়ে নফল নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনায় দোয়া মোনাজাত করেছেন। কেউ কেউ বাসা বাড়িতে শবে বরাতের নফল এবাদত করছেন। মৃত পরিবারের শান্তির জন্য জন্য দোয়া চাইতে কবরস্থানে ছুটেছেন অনেকেই।
পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ মাহফিল। পুরুষদের পাশাপাশি নারীরাও নামাজ দোয়া এবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র শবে বরাত পালন করছেন।
রাজধানীর জাতীয় মসজিদে বাদে মাগরিব থেকে শবে বরাতের তাৎপর্য নিয়ে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম মুফতি মিজানুর রহমান। এশার নামাজের পর মহামারী থেকে দেশ ও জাতির মুক্তি এবং মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন তিনি।
বিএনএনিউজ/এইচ.এম।