18 C
আবহাওয়া
৬:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » স্বাভাবিক হলো ফেসবুক

স্বাভাবিক হলো ফেসবুক

স্বাভাবিক হলো ফেসবুক

বিএনএ, ঢাকা : তিন দিন ধরে বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছিলো। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার পর থেকে ফেসবুক সম্পূর্ণভাবে খুলে দেয়া হয়েছে। সহজেই প্রবেশ করা যাচ্ছে ফেসবুকে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক সম্পূর্ণভাবে খুলে দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এটি সাময়িকভাবে ডাউন করা ছিল।

গত ২৬ মার্চ বিকেল থেকে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। ওই দিন থেকে ব্যবহারকারীরা ফেসবুক লগইন করতে সমস্যায় পড়েন, সেই সাথে বার্তা আদান-প্রদানেও সমস্যা হয়।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ